পেঁয়াজের মূল্যেবৃদ্ধি নিয়ন্ত্রণ করতে সুলভ মূল্যে পেঁয়াজ বিক্রয় কেন্দ্রের উদ্বোধন

আগরতলা , ২৯ আগস্ট : বাজারে চোখ রাঙাচ্ছে পেঁয়াজ।পেঁয়াজের মূল্যের লাগাম টানতে এবার খাদ্য দপ্তর ও ৬১ নম্বর ন্যায্য মূল্যের দোকানের উদ্যোগে রাজধানীর মেহের কালী বাড়িস্থিত ৬১ নম্বর ন্যায্য মূল্যের দোকানে সুলভ মূল্যে পেঁয়াজ বিক্রয় কেন্দ্র খোলা হয়েছেlপ্রতি কেজি পেঁয়াজ ৩৭ টাকা দরে বিক্রি করা হবেl

সদর মহকুমা প্রশাসনের উদ্যোগে বটতলা বাজার, লেইক চৌমুহনী বাজার সহ সমস্ত প্রধান বাজার একটা করে পেঁয়াজ বিক্রয় কেন্দ্র খোলার পরিকল্পনা রয়েছে। যাতে মানুষ বাজারে গিয়ে স্বাভাবিক মূল্যে পেঁয়াজ ক্রয় করতে পারে।