আগরতলা, ২৯ আগস্ট: গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে এয়ারপোর্ট থানার পুলিশ ভাগলপুর এলাকার একটি বাড়িতে তল্লাশি চালিয়ে ৮৭ কেজি শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছে।সাথে বাড়ির মালিককে আটক করা হয়েছে।বাজেয়াপ্ত শুকনো গাঁজার বাজার মূল্য আনুমানিক পাঁচ লক্ষাধিক টাকা হবে।
ঘটনার বিবরণে জানা যায়, এয়ারপোর্ট থানায় খবর আসে ভাগলপুর এলাকার বাসিন্দা প্রীতম বিশ্বাসের বাড়িতে বিপুল পরিমাণ শুকনো গাঁজা মজুত রয়েছে।সেই খবরের ভিত্তিতে গতকাল রাত ১১টা নাগাদ পুলিশ প্রীতম বিশ্বাসের বাড়িতে অভিযান চালিয়েছে। অভিযানে তার বাড়ি থেকে মোট ৮৭ কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে।সাথে ওই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।এয়ারপোর্ট থানায় তাঁর বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা দায়ের করা হয়েছে।আজ তাকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে।