আগরতলা, ২৮ আগস্ট।। ধর্ষণ কান্ডে অভিযুক্ত স্বাস্থ্য দপ্তরের ইউডি ক্লার্ক উত্তম কুমার দেববর্মাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিলো পশ্চিম জেলার জেলা দায়রা আদালত। তাকে আগেই দোষী সাব্যস্ত করেছিল আদালত। সোমবার তার সাজা ঘোষণা করে আদালত। ঘটনার বিবরণে জানা যায় স্বাস্থ্য দপ্তরের করণিক উত্তম কুমার দেববর্মা ধর্ষণ মামলায় অভিযুক্ত হন। ২০১৯ সালের ২৫ শে আগস্ট এ ব্যাপারে সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়। তদন্তকারী অফিসার মামলার তদন্ত শেষে আদালতে চার্জশিট জমা দেন। সাক্ষ্য গ্রহণ ও দীর্ঘ শুনানির পর আদালত এই মামলায় অভিযুক্ত স্বাস্থ্য দপ্তরের করণিক উত্তম কুমার দেববর্মাকে দোষী সাব্যস্ত করে। সোমবার পশ্চিম জেলার জেলা ও দায়রা জজ আদালত এই মামলার দোষী সাব্যস্ত উত্তম কুমার দেববর্মার সাজা ঘোষণা করেন। ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং নগদ ৫০ হাজার টাকা আর্থিক জরিমানার নির্দেশ দেওয়া হয়। অনাদায়ে অতিরিক্ত আরো ৬ মাস কারাবাসের নির্দেশ দিয়েছে আদালত।
2023-08-28