আগরতলা ,২৮ আগস্ট : ককবরক ভাষায় রোমান হরফের ব্যবহারের দাবিতে রাজধানীর বুদ্ধ মন্দিরে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন টিএসএফ এর কর্মী সমর্থকরা। অবরোধের জেরে বন্ধ হয়ে পড়েছে যানবাহন চলাচল।যাত্রী দুর্ভোগ চরম আকার ধারণ করে।
প্রসঙ্গত , ককবরক ভাষায় রোমান হরফের ব্যবহারের দাবিতে আজ ১২ ঘণ্টার ত্রিপুরা বনধের ডাক দিয়েছে তিপ্রা স্টুডেন্টস ফেডারেশন। এই বনধকে সমর্থন জানিয়েছে রোমান স্ক্রিপ্ট ফক ককবরক চোবা বাআর এস কে সি সংগঠন। ককবরক ভাষাকে রোমান হরফে করার জন্য এর আগেও অনেক আন্দোলন সংঘটিত করা হয়েছে। এ ব্যাপারে রাজ্যের রাজ্যপাল থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেও তাদের তরফ থেকে কোন ধরনের পদক্ষেপ গ্রহন করা হয়নি। ফলে আজ সংগঠনের পক্ষ থেকে তিপ্রা স্টুডেন্টস ফেডারেশনের ডাকা ১২ ঘণ্টার ত্রিপুরা বনধকে সর্বাত্মক সফল করার আহবান জানিয়েছে।