বাঁকুড়া, ২৮ আগস্ট (হি. স.) : বেহাল রাস্তা সংস্কারের দাবিতে অভিভাবকদের নেতৃত্বে আন্দোলনে নামলেন ছাত্র ছাত্রী। সোমবার বড়জোড়ার মানগ্রাম-রাজপ্রাসাদপুর গ্রামে এই ঘটনা হয়। বড়জোড়া বিডিও অফিস সংলগ্ন রাস্তার উপর বেশ কিছুক্ষণ তাঁরা বসে থাকেন। এর ফলে সাময়িক যানযটের সৃষ্টি হয়। পরে তাঁরা বিডিওকে স্মারকলিপি দিতে গেলে পুলিশ পথ আটকায়।
ছাত্র ছাত্রীরা স্কুল ড্রেস পরেই ‘আমরা স্কুল যাব আমাদের রাস্তা কই’, ‘পাকা ও নিরাপদ রাস্তা আমাদের অধিকার’, ‘পাকা রাস্তার আশায় শৈশব থেকে কৈশোর এলো রাস্তা হল না’ ইত্যাদি লেখা পোষ্টার হাতে বাঁকুড়া-দুর্গাপুর রাজ্য সড়কের উপর
যদিও আরও পরে এক প্রতিনিধি দল মহকুমা অফিসে গিয়ে তাঁদের দাবিপত্র তুলে দেন বলে জানা গিয়েছে। বিক্ষোভকারী ছাত্র ছাত্রীদের তরফে জানানো হয়েছে, মানগ্রাম-রাজপ্রাসাদপুর এলাকার একাধিক রাস্তা দীর্ঘদিন বেহাল। ওই গ্রাম গুলি থেকে এলাকার একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ছাত্রীরা পড়াশোনা করে। গ্রামের ছেলে মেয়েদের স্কুলে যেতে গিয়ে দুর্ঘটনার সম্মুখীন হতে হচ্ছে’। স্থানীয় পঞ্চায়েত সদস্য এই অভিযোগ মেনে নিয়ে বলেন, ‘এতদিন ভোট চলছিল। আর বোর্ড গঠন হতেও বেশ দেরি হয়েছে। এবার নতুন করে রাস্তা গড়া হবে। এই বিষয়ে আলোচনা চলছে’।