নয়াদিল্লি, ২৮ আগস্ট (হি.স) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার শ্রী দরবার সাহেবের প্রাক্তন প্রধান গ্রন্থি সিং সাহেব জ্ঞানী জগতার সিং-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রী এক ট্যুইটবার্তায় লেখেন, শ্রী দরবার সাহেবের প্রাক্তন প্রধান জ্ঞানী জগতার সিং মৃত্যুতে আমি শোকাহত। মোদী আরও লেখেন, গুরু সাহেবদের দর্শনের সঙ্গে সঙ্গতি রেখে মানবতার সেবা করার জন্য তাঁর সমৃদ্ধ জ্ঞান এবং প্রচেষ্টার জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। তাঁর পরিবার ও ভক্তদের প্রতি সমবেদনা জানাচ্ছি।
উল্লেখ্য, স্বর্ণ মন্দিরের প্রাক্তন প্রধান গ্রন্থি, জ্ঞানী জগতার সিংয়ের রবিবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়। সোমবার তারন তারান রোডের গুরুদ্বার সাহেব সংগ্রানায় অমৃতসরের বাসিন্দারা স্বর্ণ মন্দিরের প্রাক্তন প্রধান গ্রন্থি জ্ঞানী জগতার সিংয়ের শেষকৃত্য সম্পন্ন করেন ।