ওনামের শুভেচ্ছা উপরাষ্ট্রপতি ধনখড়ের

নয়াদিল্লি, ২৮ আগস্ট (হি.স) : উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় সোমবার ওনামের আগে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। জগদীপ ধনখড় তাঁর শুভেচ্ছা বার্তায় বলেন, আমি ওনাম উপলক্ষ্যে আমাদের দেশের জনগণকে আমার আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছি। ওনাম হল একতা, ফসল কাটা এবং সাংস্কৃতিক সমৃদ্ধির উদযাপন, সমস্ত সম্প্রদায়কে ঐতিহ্যের বন্ধনে আবদ্ধ করে।

উপরাষ্ট্রপতি আরও বলেন, মহান রাজা মহাবলীর স্মরণে উৎসবটি দান, মমতা ও ত্যাগের চিরন্তন মূল্যবোধের মর্মস্পর্শী স্মারক। এটি আমাদের কৃষক সম্প্রদায়ের অক্লান্ত পরিশ্রমকে সম্মান করার এবং প্রকৃতির উদারতার জন্য আমাদের কৃতজ্ঞ থাকার একটি উৎসব। ওনামের চেতনা সবার জীবনে সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *