কামরূপের চাংসারি-কমলপুর সড়কে দুঃসাহসিক ডাকাতি, ধৃত দুই

কামরূপ (অসম), ২৮ আগস্ট (হি.স.) : কামরূপ গ্রামীণ জেলার অন্তর্গত চাংসারি-কমলপুর সড়কে এক দুঃসাহসিক ডাকাতির ঘটনা সংগঠিত হয়েছে। সৌভাগ্যবলে প্রাণে রক্ষা পেয়েছেন ওয়াসিম আলম নামের ডাকাতির শিকার গাড়ির চালক।

আজ সোমবার কমলপুর থানা সূত্রে জানা গেছে, গতকাল রবিবার রাতে চাংসারি-কমলপুর রোডের বরুয়াজানি এলাকায় একটি চলন্ত যাত্রীশূন্য ওবেরের সামনে গিয়ে রাস্তা আগলে ধরে এএস ০১ কিউসি ৭৭৮৯ নম্বরের একটি সুইফট কার। ওবেরটি ব্রেক কষে রাস্তায় দাঁড়িয়ে পড়ে।

তখন সুইফট থেকে দুই ডাকাত ঝাঁপিয়ে বাইরে বেরিয়ে ওবেরের চালক ওয়াসিম আলমের মাথায় পিস্তল ঠেকিয়ে তার সারাদিনের রোজগারের টাকা, হাতঘড়ি, মোবাইল ফোনের হ্যান্ড সেট ছিনিয়ে নিয়েছে।

পুলিশ জানিয়েছে, দুই সদস্যের ডাকাত দলটি জালুকবাড়ি ফ্লাইঅভার থেকে সুইফট কারটি ভাড়া করে গিয়েছিল রঙিয়ায়। সুইফটের চালকের বাড়ি মরিগাঁওয়ের তারাবাড়ি গ্রামে।

ইতিমধ্যে কমলপুর পুলিশ সুইফট গাড়িকে উদ্ধার করে থানায় নিয়ে গেছে। পাশাপাশি ডাকাতির সঙ্গে জড়িত দুজনকে আটক করেছে পুলিশ। তাদের কামরূপ জেলার বাইহাটা চারিআলি থানার অন্তৰ্গত ভোমলাহাটির কমল ডেকা এবং কমলপুর থানাধীন কোকেরিয়া নাথচুবুরির উৎপল নাথ বলে শনাক্ত করা হয়েছে। এই দুই ডাকাতকে গাছবাড়ি এলাকা থেকে পুলিশ আটক করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *