আগরতলা , ২৮ আগস্ট : অবৈধ অনুপ্রবেশের দায়ে ছয়জন রোহিঙ্গাকে আটক করেছে জিআরপিএফ।জিআরপি পুলিশ তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন বলে জানিয়েছেন জনৈক রেল পুলিশ।
জনৈক রেল পুলিশ জানিয়েছেন,আজ সকালে ধর্মনগর রেল স্টেশন থেকে ছয় রোহিঙ্গাকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৫ জন যুবতী।শনিবার রাতে সোনামুড়া দিয়ে তারা ভারতে প্রবেশ করেছে।রবিবার আগরতলা থেকে বহিঃরাজ্যে যাওয়ার ট্রেন বাতিল হওয়ায় তারা সোমবার সকালে লোকাল ট্রেনে করে ধর্মনগরে এসেছে পুলিশ তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

