ধুবড়ি (অসম), ২৭ আগস্ট (হি.স.) : পঞ্চম দিনেও অপরিবৰ্তিত ধুবড়ি জেলার অন্তর্গত তামারহাটের বন্যা পরিস্থিতি। কোথাও কোথাও বুক জল, কোথাও কোমর জলে আজও আবদ্ধ পশ্চিম-শগুনচরা গ্রামের প্ৰায় অৰ্ধশতাধিক পরিবার। অধিকাংশ বাসিন্দার ঘরের ভিতরে বন্যার জল ঢুকে পড়ায় শিশুসন্তান, বৃদ্ধ-বৃদ্ধা মা-বাবা, স্ত্রী-কন্যাদের নিয়ে মাঁচা তৈরি করে অনাহারে অনিদ্ৰায় দিন কাটাতে হচ্ছে বন্যার্তদের।
টিউবওয়েল, কুয়া, পুকুর ইত্যাদি জলের নীচে। ফলে পানীয় জলের সংকটেও পড়েছেন বন্যাক্রান্তরা। বন্যার জল খেয়ে তৃষ্ণা নিবারণ করতে হচ্ছে। এছাড়া প্রচণ্ড খাদ্যাভাবে হাহাকার করতে হচ্ছে তাঁদের। ঘরে মজুত চিড়া, মুড়ি যা ছিল, তা-ও শেষ হতে চলেছে।
গঙ্গাধর নদীর জলস্ফীতিতে ধুবড়ি জেলার তামারহাট প্লাবিত হয়ে গেছে।

