কাকদ্বীপ, ২৭ আগস্ট (হি.স.): দক্ষিণ ২৪ কাকদ্বীপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন-কি-বাত শুনলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ ডঃ সুকান্ত মজুমদার। রবিবাসরীয় সকালে কাকদ্বীপে অক্ষয়নগরে দলের কর্মীদের সঙ্গে মন-কি-বাত অনুষ্ঠান শোনেন সুকান্ত মজুমদার। এদিন অক্ষয়নগরে কাকদ্বীপ বিধানসভার দলীয় কার্যালয়ের শিলান্যাসও করেন সুকান্ত মজুমদার।
পাশাপাশি দলীয় কর্মসূচিতে অংশ নেন। মানুষের জন্য সেবামূলক কাজও করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি সকালে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা এলাকায় নদীবাঁধ পরিদর্শন এবং ত্রিপল বিতরণ করেন। ফ্রেজারগঞ্জের কার্গিল বীচে ভাঙ্গন পরিদর্শন করেন এবং দুঃস্থদের হাতে ত্রিপল তুলে দেন সাংসদ সুকান্ত মজুমদার।