কলকাতা, ২৭ আগস্ট (হি.স.): উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মমতাকে আক্রমণ করে শুভেন্দু বলেছেন, তিনি শুধু চোরদের রক্ষা করতেই ব্যস্ত রয়েছেন।
দত্তপুকুরে বিস্ফোরণের ঘটনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আরও বলেছেন, “শুধুমাত্র এই কারখানা নয়, গোটা রাজ্যেই এমন পরিবেশ। মুখ্যমন্ত্রী (মমতা বন্দ্যোপাধ্যায়) বলেছিলেন, এই ধরনের অবৈধ কারখানাগুলি বন্ধ করা হবে, কিন্তু তিনি চোরদের রক্ষা করতেই ব্যস্ত … তাঁর কাজ হল রাজ্যের ইমামদের সঙ্গে সভা করা এবং সাম্প্রদায়িক কার্ড খেলা।”
উল্লেখ্য, রবিবার দত্তপুকুরের একটি বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ হয়, সেই বিস্ফোরণে কমপক্ষে ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।