মেটেলি, ২৭ আগস্ট (হি.স) : ছাত্রী খুনে ক্ষোভে ফুঁসছে শিলিগুড়ির মাটিগাড়া । ঘটনায় অভিযুক্তের ফাঁসির দাবিতে পথে নামল মেটেলি ব্লকের চিলোনি চা বাগানের বাসিন্দারা। এদিনের মিছিল থেকে অভিযুক্তের ফাঁসির পাশাপাশি স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের নিরাপত্তার বিষয়ে পুলিশ প্রশাসনের আরও বেশি নজরদারির দাবিও জানানো হয়।
মাটিগাড়া নাবালিকা ছাত্রী খুনের ঘটনা কার্যত নাড়িয়ে দিয়েছে দার্জিলিংকে। ইতিমধ্যে বিজেপির পাশাপাশি হিন্দুত্ববাদী সংগঠনগুলিও রাস্তায় নামতে শুরু করেছে। শুক্রবার শিলিগুড়ির বিভিন্ন জায়গায় বনধ পালিত হয়েছিল। শনিবার পাহাড়ে বনধ পালিত হয়েছে। ব্যপক সাড়া পড়ে বনধে। মাটিগাড়ায় চা বাগানের শ্রমিকরাও সেই বনধের কর্মসূচিতে সামিল হয়েছিল। এই আবহে অভিযুক্তের ফাঁসির দাবিতে রবিবার চিলোনি চা বাগানের গুম্ফা লাইন থেকে মিছিলটি শুরু হয়ে বাগান এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে আবার ঘুমপা লাইনে গিয়ে শেষ হয়। মিছিলে শামিল হন স্কুল পড়ুয়া, সমাজকর্মী, জন প্রতিনিধি থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের বাসিন্দারা। মৃত স্কুল ছাত্রীর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন বাসিন্দারা। এদিন প্রত্যেকের হাতে ছিল দোষীর ফাঁসির দাবিতে প্ল্যাকার্ড।
ওই মিছিলে উপস্থিত সমাজসেবী কুমার থাপা, অনন্ত প্রধান, দীপেন্দ্র দর্জি, সুজিত বিশ্বকর্মা, বিদাশ প্রধান, শিক্ষক ইন্দ্ররাজ প্রধানরা একই সুরে জানান, ‘বিচারের মাধ্যমে অপরাধীর ফাঁসিই হবে একমাত্র যোগ্য শাস্তি। স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের নিরাপত্তার বিষয়ে পুলিশ প্রশাসনের আরও বেশি নজরদারির দাবিও জানানো হয়।
প্রসঙ্গত, সোমবার মাটিগাড়ার পাথরঘাটা পঞ্চায়েতের রবীন্দ্র কলোনিতে একটি পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার হয় এক কিশোরীর স্কুলের পোশাক পরা রক্তাক্ত দেহ। ইঁট দিয়ে মাথা থেঁতলে তাঁকে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান। খুনের আগে কিশোরীকে যৌন নিগ্রহ করা হয়ে থাকতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। এই ঘটনার তদন্তে নেমে সোমবার গভীর রাতে অভিযুক্তকে মাটিগাড়ায় নিজের বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম আব্বাস (২২)।