BRAKING NEWS

মন কি বাত অনুষ্ঠানের জনপ্রিয়তা উর্ধমুখী : ডাঃ সুভাষ সরকার

বাঁকুড়া, ২৭ আগস্ট (হি. স.) দিন দিন মন কি বাত অনুষ্ঠানে র জনপ্রিয়তা বেড়ে চলেছে।আজ পর্যন্ত যতগুলো এই অনুষ্ঠান সম্প্রচারিত হয়েছে সবগুলোই মানুষের মনে দাগ কেটেছে।এই অনুষ্ঠানে অংশ নিলে দেশের কোনায় কোনায় নানা ঘটনা জানা যাবে।আজ মন কি বাত অনুষ্ঠান শেষে একান্তে তার নিজ অভিজ্ঞতা বর্ননা করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার।

আজ শহরের এক বেসরকারি সভাগৃহে মন কি বাত অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার করা হয়। সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। তিনি বলেন দেশের মানুষের সাথে সরাসরি মিলিত হওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী স্বয়ং এই অনুষ্ঠানের আয়োজন করেন। প্রতিমাসের শেষ রবিবার মন কি বাত সম্প্রচারিত হয়। আজ এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী চন্দ্রযান এর সাফল্য সাধারণ মানুষের কাছে তুলে ধরেন, সম্প্রতি বিশ্ববিদ্যালয় অলিম্পিকে ভারতের সাফল্য বর্ননা করেন। সদ্য অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় অলিম্পিকে ভারত মোট ২৬টি পদক লাভ করেছে যার মধ্যে ১১টি সোনা। দেশের খবরাখবর পুঙ্খানুপুঙ্খ জানতে মন কি বাত অনুষ্ঠানে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *