নিউইয়র্ক, ২৭ আগস্ট (হি.স.): এর আগে লিগস কাপ ও ইউএস ওপেন কাপে অভিষেক হয়েছে লিওনেল মেসির। লিগস কাপে ইন্টার মায়ামিকে চ্যাম্পিয়ন করেছেন আর পরের টুর্নামেন্টটিতে ফাইনালে তুলে দিয়েছেন। ফাইনাল হবে একমাস পর। এবার রবিবার (ভারতীয় সময় অনুযায়ী) মেজর লিগ সকারে (এমএলএস) অভিষেক হলো বিশ্বকাপজয়ী এই তারকার। এখানেও অভিষেক ম্যাচে গোল করে দলকে জেতালেন মেসি।
রবিবার (২৭ আগস্ট) ভোর সাড়ে ৫টায় নিউইয়র্ক রেডবুলসের মাঠ রেডবুল অ্যারেনায় এমএলএসের ম্যাচে ইন্টার মায়ামি মুখোমুখি হয়েছিল নিউ ইয়র্ক রেড বুলসের। এই ম্যাচে ২-০ গোলে জয় পেয়েছে মেসির দল মায়ামি। প্রথম গোলটি করেছেন ডিয়েগো গোমেজ এবং ব্যবধান দ্বিগুণ করে দলের জয় নিশ্চিত করেছেন মেসি।
তবে আজ অভিষেক ম্যাচে প্রথম একাদশে মেসিকে রাখেননি কোচ টাটা মার্টিনো। নেমেছিলেন দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে। আর সেই অভিষেক ম্যাচটিও লিগস কাপ ও ইউএস ওপেনের মতো গোল করলেন। এই নিয়ে মায়ামির জার্সিতে টানা ৯ ম্যাচে গোল করলেন মেসি। এই মুহূর্তে তার গোলের সংখ্যা ১১টি।