ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ আগস্ট।।২৯ শে আগস্ট, জাতীয় ক্রীড়া দিবস উদযাপন উপলক্ষে সারা দেশের সঙ্গে রাজ্যেও বিভিন্নভাবে বিভিন্ন প্রতিযোগিতার মধ্য দিয়ে দিনটি উদযাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। তারই অঙ্গ হিসেবে ধলাই হকি এসোসিয়েশন এবং সোনালী সংঘের যৌথ উদ্যোগে ২৯ আগস্ট সকাল সাড়ে আটটা থেকে কুলাই দ্বাদশ শ্রেণি স্কুল মাঠে পুরুষ এবং মহিলাদের হকি টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি তথা উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রতন সাহা। সম্মানিত ও বিশেষ অতিথি হিসেবে যুব কল্যাণ ও ক্রীড়া দফতরের অধিকর্তা সত্যব্রত নাথ, যুগ্ম অধিকর্তা পাইমং মগ, সহ অধিকর্তা বিভা বসু, স্কুল স্পোর্টস বোর্ডের জয়েন্ট সেক্রেটারি অপু রায়, ধলাই হকি এসোসিয়েশন সভাপতি উত্তম দেবনাথ, পঞ্চায়েত সমিতি ভাইস চেয়ারম্যান অরুণ দেব, সোনালী সংঘের সভাপতি সুদীপ সাঙমা, সচিব জন্টু সরকার প্রমুখ উপস্থিত থাকবেন। হকি কোচ অংকরাযাই মগ সংশ্লিষ্ট সকলকে আমন্ত্রণ জানিয়েছেন।
2023-08-27