মাজুলি (অসম), ২৭ আগস্ট (হি.স.) : মাজুলিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্ম হয়ে গেছে পাঁচটি বসতবাড়ি। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনা আজ রবিবার বেলা প্রায় ১১টা নাগাদ মাজুলির পুরনি চাপরি গ্রামে সংঘটিত হয়েছে। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে চারটি পরিবারের পাঁচটি বসতবাড়ি। ক্ষয়ক্ষতি হয়েছে লক্ষাধিক টাকার সম্পত্তির। স্থানীয়রা বালতি দিয়ে জল ও বালি দিয়ে আগুন নেভানোর বহু চেষ্টা করেছিলেন। কিন্তু আগুনের কবল থেকে তারা রক্ষা করতে পারেননি ওই পাঁচটি বাড়িকে।
আগুনেৰ খবর পেয়ে প্রায় এক ঘণ্টা পর দুটি ইঞ্জিন নিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আসেন। তাঁদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফলে আগুনের করাল গ্রাস থেকে রক্ষা পেয়েছে ঘন বসতি সম্পন্ন গোটা গ্রাম। দমকলের জনৈক আধিকারিক জানিয়েছেন, শর্ট সার্কিট থেকে ঘটনার সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।