হোজাই (অসম), ২৭ আগস্ট (হি.স.) : হোজাই সদর শহর সংলগ্ন পশ্চিম আমতলায় নিজেদের বাসগৃহে ১২ বছর বয়সি নাবালিকার মৃতদেহ উদ্ধার হয়েছে। শনিবার রাতে সংঘটিত ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তাঁদের মেয়েকে খুন করা হয়েছে বলে অভিযোগ করছেন নাবালিকার বাবা-মা।
আজ রবিবার প্রাপ্ত খবরে জানা গেছে, গতকাল বিকেলে বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে গিয়েছিলেন মেয়েটির বাবা ও মা। রাতে তাঁরা ঘরে এসে মেয়ের নিথর দেহ দেখে হতবাক হয়ে যান। শুরু করেন চিৎকার-চেঁচামেচি। তাঁদের অভিযোগ মেয়েটির কাকা জওহর চৌহানের বিরুদ্ধে। জওহর মেয়েকে খুন করেছে বলে গুরুতর অভিযোগ তুলেছেন তারা। তাঁদের যুক্তি, দুদিন আগে নাবালিকা মেয়েকে ধৰ্ষণ করেছিল তার কাকা জওহর চৌহান। তারা থানায় অভিযোগ জানাবেন বলে হুমকি দেওয়ায় জওহর মেয়েটিকে খুন করেছে, অভিযোগ করছেন মা ও বাবা।
এদিকে ঘটনার খবর পেয়ে রাতেই ওই বাড়িতে তদন্তের জন্য যান পুলিশের পদস্থ আধিকারিকরা। সিআইডি-র অতিরিক্ত পুলিশ সুপার পল্লব তামুলির নেতৃত্বে ঘটনার তদন্ত চলছে। তবে অভিযুক্ত কাকা জওহর চৌহান এবং তার পরিবার পালিয়ে গা ঢাকা দিয়েছে।