হাফলঙে পুলিশি অভিযানে উদ্ধার ৪০ গ্রাম হেরোইন, গ্রেফতার যুবক

হাফলং (অসম), ২৭ আগস্ট (হি.স.) : ডিমা হাসাও জেলা সদর হাফলং থানার অন্তর্গত রেটজলে এক অভিযান চালিয়ে ৪০ গ্রাম হেরোইন সহ এক যুবককে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। হাফলং থানার ওসি রঞ্জিতকুমার শইকিয়া, টিএসআই লক্ষ্মীন্দর শইকিয়া ও ক্রাইম ব্রাঞ্চের এসআই বাহারুল ইসলাম বড়ভুইয়াঁ এক অভিযান চালিয়ে রেটজল থেকে ড্রাগস সহ উজিত নার্জারি (২১) নামের যুবককে গ্রেফতার করে।

পুলিশ জানিয়েছে, ধৃত যুবক হাফলং শহরের অদূরে তপডিসা গ্রামের বাসিন্দা। পুলিশ উজিত নার্জারির হেফাজত থেকে ৮৭টি প্লাস্টিকের ছোট কন্টেইনার থেকে ৪০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে। ওই যুবক করিমগঞ্জ জেলার বদরপুর থেকে ড্রাগসগুলি হাফলং নিয়ে আসছিল। ধৃত যুবকটি হাফলং পুলিশের হেফাজতে রয়েছে।

সমগ্র রাজ্য জুড়ে ড্রাগসের বিরুদ্ধে পুলিশ কঠোর পদক্ষেপ গ্রহণ করে প্রায় প্রতিদিনই অভিযান চালিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কোটি কোটি টাকার ড্রাগস উদ্ধার করার পাশাপাশি বহু পাচারকারীকে গ্রেফতার করেছে। নতুন নতুন কৌশল অবলম্বন করে ড্রাগসের রমরমা কারবার অব্যাহত রেখেছে তারা। অসমের অন্যতম পাহাড়ি জেলাও এখন ড্রাগসের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে।

যুবপ্রজন্ম এখন ড্রাগসের প্রতি বেশি আসক্ত হয়ে পড়েছে। ডিমা হাসাও পুলিশ ড্রাগসের এই মারণ নেশা থেকে যুব প্রজন্মকে দূরে রাখতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণন করেছে। এমন-কি পাহাড়ি জেলার বিভিন্ন বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের নিয়ে সচেতনতা সভা ও ড্রাগস কীভাবে যুব সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে এ নিয়ে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন পথনাটিকা করে সচতেনতা বৃদ্ধির চেষ্টা করছে। তার পরও পাহাড়ি জেলায় ড্রাগসের সরবরাহ বন্ধ করা সম্ভব হচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *