করিমগঞ্জ যুব নদওয়ার উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় নেশা বিরোধী সচেতনতা সভা বাখরশালে

করিমগঞ্জ (অসম), ২৬ আগস্ট (হি.স.) : শনিবার করিমগঞ্জের বাখরশাল হাই স্কুলে করিমগঞ্জ জেলা যুব নদওয়ার উদ্যোগে ও করিমগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় ড্রাগস, মদ, হিরোইন ইত্যাদির বিরুদ্ধে এক সচেতনতা সভায় আয়োজন করা হয়। জেলা যুব নদওয়ার সভাপতি মুফতি আব্দুল বাসিত আল-ক্বাসিমির পৌরোহিত্য সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর পূর্ব ভারতের আমীরে শরীয়ত মাওলানা ইউসুফ আলী, করিমগঞ্জের জেলাশাসকের প্রতিনিধি তথা অতিরিক্ত জেলাশাসক প্রিয়াংকা ইয়ামনাম কাছাড় ক্যান্সার হাসপাতালের সঞ্চালক পদ্মশ্রী ডাঃ রবি কান্নান। এছাড়া আমন্ত্রিত হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার প্রতাপ দাস।

বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত থাকেন কেন্দ্রীয় নদওয়ার সম্পাদক মাওলানা আসহাব উদ্দিন, বাখরশাল হাই স্কুলের প্রধান শিক্ষক এখলাছুর রহমান খান, কাছাড় ক্যান্সার হাসপাতালের প্রতিষ্ঠাতা সদস্য কল্যাণ চক্রবর্তী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রইছুল হক তাপাদার, জেলা নদওয়ার সাধারণ সম্পাদক মাওলানা এটিএম জাকারিয়া ক্বাসিমি, বাখরশাল গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক গোলাম ইয়াহিয়া ও আইনজীবী মাওলানা নজমুদ্দিন প্রমুখ।