বিজেপিতে যোগ বিভিন্ন ক্ষেত্রের কিছু প্রতিষ্ঠিত ব্যক্তির

কলকাতা, ২৬ আগস্ট (হি স)। বিজেপিতে যোগ দিলেন বিভিন্ন ক্ষেত্রের কিছু প্রতিষ্ঠিত ব্যক্তি। শনিবার দলের রাজ্য সদর দফতরে বিধায়ক তথা দলের অন্যতম সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পালের হাত থেকে পতাকা তুলে নেন।

বিজেপি-র তরফে জানানো হয়, এঁদের মধ্যে আছে মেট্রো রেলের সদ্য প্রাক্তন ডিজিএম এবং গায়ক প্রত্যুষ ঘোষ, ব্রিটিশ কলম্বিয়ার ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা নাট্যব্যক্তিত্ব প্রিয়ঙ্কা চ্যাটার্জি, বিজনেস ইনফরমেশন সিস্টেমে স্নাতকোত্তর তথা একটি নামী সংস্থার আধিকারিক শ্রাগধারা ঘোষ, ডিজিটাল বিশেষজ্ঞ বাসব চ্যাটার্জি এবং কলকাতা হাইকোর্টের আইনজীবী অরবিন্দ সেন।