মুম্বাই, ২৬ আগস্ট(হি.স.): ঘরোয়া সিরিজ গুলোর জন্য নতুন টাইটেল স্পনসর পেল বিসিসিআই । তিন বছরের জন্য আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের সঙ্গে চুক্তি হয়েছে বিসিসিআইএর। অর্থাৎ ২০২৬ সাল পর্যন্ত এই টাইটেল স্পন্সর বিসিসিআইয়ের সঙ্গে যুক্ত হলো।
মাস্টারকার্ডের জায়গা নেবে নয়া স্পনসর। এর আগে টাইটেল স্পনসরের কাছ থেকে ম্যাচ প্রতি বিসিসিআই পেত ৩.৮ কোটি টাকা। নতুন চুক্তিতে ম্যাচ প্রতি বিসিসিআই পাবে ৪.২ কোটি টাকা! আগের থেকে ১২ শতাংশ আয় বাড়ল ভারতীয় ক্রিকেট বোর্ডের।

