অনূর্ধ্ব ১৯ বাছাইকৃত ৪৯ জনকে নিয়ে ট্রায়াল ক্যাম্প শুরু ২৮শে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ আগস্ট।। সিনিয়র ক্রিকেটারদের ট্রায়াল ক্যাম্প চলছে। এদিকে, অনূর্ধ্ব ১৯ পুরুষ ক্রিকেটারদের থেকে বাছাইকৃত ৪৯ জনকে নিয়ে ট্রায়াল ক্যাম্প শুরু হচ্ছে ২৮ আগস্ট থেকে।

ট্রায়াল ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটাররা হলো : সপ্তজিৎ দাস, আয়ুষ অনিল দেবনাথ, প্রিয়াংশ মিত্র, শুভজিত সঞ্জীব দাস, সায়ন সাহা, রাহুল দাস, অভিষেক মালাকার, নীলাঞ্জন আচার্য, অভিরাজ বিশ্বাস, রাহুল সূত্রধর, অর্ঘজিৎ চক্রবর্তী, শশীকান্ত বিন, তনয় মন্ডল, দ্বীপজয় দেব, দেবাংশু দত্ত, দীপঙ্কর ভাটনগর, ধৃতিমান নন্দী, জয়দীপ সাহা, প্রীতম দাস, রোহন বিশ্বাস, জাহিদ হোসেন, রুদ্র সেনগুপ্ত, অর্কজিৎ রায়, তথাগত চক্রবর্তী, অর্কধ্যূতি দেব, রাকেশ রুদ্রপাল, দেবজিৎ দত্ত, অর্কজিৎ পাল, আকাশ নাথ, আয়ুস আলম, আকাশ রায়, অভিক পাল প্রণবিন্দু সাহা, দীপায়ন চক্রবর্তী, তজিম দেওয়ান, দীপায়ন দাস, বিস্ময় পাল, জয়জিৎ সাহা, সম্রাট বিশ্বাস, নবব্রত শীল, দেবজিৎ সাহা, অনিকেষ সাহা, সঞ্জয় নমঃ, তন্ময় সরকার, সুরজ গুরুং, সত্যজিৎ রাজাক, আজহারউদ্দিন আহম্মেদ, রজত বর্মন। সাপোর্ট পার্সোনেল হলেন: কোচ ভিন্সেন্ট বিনয় কুমার, অ্যাসিস্ট্যান্ট কোচ জয়ন্ত দেবনাথ, অনুপম দে, অনুপ কুমার দাস, ট্রেনার উত্তম দে, শহিদুল হোসেন, ফিজিও রাজেশ কুমার মোদক, ভিডিও এনালিস্ট শুভেন্দু ভট্টাচার্য। বাছাইকৃত সকলকে ২৮ আগস্ট বিকেল চারটায় এমবিবি স্টেডিয়ামে রিপোর্ট করতে টিসিএ-র সেক্রেটারি ইনচার্জ জয়ন্ত দে এক প্রেস বিবৃতিতে আহ্বান জানিয়েছেন।