বিজ্ঞাপন বণ্টনে বৈষম্যের অভিযোগ এনে রাস্তায় বসলেন তিপ্রাসা সাংবাদিকরা

আগরতলা, ২৫ আগস্ট।। এডিসি সরকারের বিরুদ্ধে রাস্তায় বসে গেলেন রাজ্যের সমস্ত তিপ্রাসা সাংবাদিক, ককবরক, মিডিয়া হাউস এবং ইউটিউবাররাl এডিসির তথ্য ও সাংস্কৃতিক দপ্তরের বিজ্ঞাপন বণ্টনে বৈষম্য করার অভিযোগ তুলেন তারা l এডিসির তথ্য ও সাংস্কৃতিক দপ্তরের বিরুদ্ধে নানান অভিযোগ তুলে শুক্রবার সকাল  সাড়ে ১০ টা নাগাদ কাউন্সিল ভবনের প্রধান ফটকে রাস্তায় বসে আওয়াজ তুলেন রাজ্যের সমস্ত তিপ্রাসা সাংবাদিকরা l রাস্তায় আটকে পড়েন এডিসির তথ্য ও সাংস্কৃতিক দপ্তরের সমস্ত কর্মচারী এবং কাউন্সিল ভবনের সকল সরকারি কর্মচারী l খবর পাওয়া মাত্র সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যান রাধাপুর থানার পুলিশ l

ঐদিন তিপ্রাসা মিডিয়া চ্যানেল এবং মিডিয়া কর্মীদের সার্বিক উন্নয়নের জন্য ত্রিপুরা ইন্ডিজেনিয়াস পিপলস প্রেস অ্যাসোসিয়েশন এবং তিপ্রাসা ফটো মিডিয়া অ্যাসোসিয়েশন (টিপিএমএ) যৌথভাবে খুমূলুঙ প্রেস ক্লাব, করবুক প্রেস ক্লাব, আম্পি প্রেস ক্লাব, আমবাসা তিপ্রাসা প্রেস ক্লাব, হেজামারা প্রেস ক্লাব, জম্পুইজলা প্রেস ক্লাব , জিরানিয়া প্রেস ক্লাব এবং খোয়াই তিপ্রাসা প্রেস ক্লাবের সকল সাংবাদিকরা মোট ১১ দফা দাবি উপস্থাপিত করেন । উপস্থিত ছিলেন খুমূলুঙ প্রেস ক্লাবের সভাপতি অংশুময় দেববর্মা, সম্পাদক রঞ্জিত দেববর্মা, ত্রিপুরা ইন্ডিজেনিয়াস পিপলস প্রেস এসোসিয়েশনের সভাপতি গৌতম দেববর্মা, তিপ্রাসা ফটো মিডিয়া অ্যাসোসিয়েশন সভাপতি বিপ্লব কুমার ত্রিপুরা সহ সাতটি প্রেস ক্লাবের সম্পাদক, সভাপতি এবং সকল সদস্যগণ।