এনসিপি-তে কোনও দ্বন্দ নেই, জোর দিয়ে বললেন শরদ পওয়ার

বারামতি, ২৫ আগস্ট (হি.স.): এনসিপি-তে কোনও দ্বন্দ অথবা বিভেদ নেই। আবারও জোর দিয়ে বললেন দলের প্রধান শরদ পওয়ার। শুক্রবার সকালে মহারাষ্ট্রের পুণে জেলার বারামতিতে এনসিপি প্রধান শরদ পওয়ার বলেছেন, “তিনি (অজিত পাওয়ার) আমাদের নেতা তাতে কোনও বিরোধ নেই, এনসিপিতে কোনও দ্বন্দ নেই। একটি দলে কীভাবে দ্বন্দ অথবা বিভক্তি ঘটতে পারে?”

এনসিপি প্রধান শরদ পওয়ার আরও বলেছেন, “জাতীয় পর্যায়ে একটি বড় গোষ্ঠী, দল থেকে বিচ্ছিন্ন হলে এমনটি ঘটে। কিন্তু এনসিপি-তে বর্তমানে সেই পরিস্থিতি নেই। হ্যাঁ, কিছু নেতা ভিন্ন অবস্থান নিয়েছেন কিন্তু এটাকে দ্বন্দ বলা যাবে না। গণতন্ত্রে তাঁরা তা করতেই পারে।”