আগরতলা, ২৫ আগস্ট: আজ প্রদেশ কংগ্রেস ভবনে আদিবাসী কংগ্রেসের এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।এদিনের সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন সহ দলের অন্যান্য নেতৃত্বরা।
এদিন আশিষ কুমার সাহা বলেন, মূলত আদিবাসি জনগোষ্ঠীদের হাতে ক্ষমতা প্রদান এবং আদিবাসীদের নার্য্য দাবি দাওয়া নিয়ে আগামী দিনের আন্দোলনকে জোরদার করার লক্ষ্যই এদিনের বৈঠকের আয়োজন করা হয়েছে।
পাশাপাশি রাজ্যের আদিবাসিদের উন্নয়নের জন্য ও পরিকাঠামো গত উন্নয়নের লক্ষ্যে আগামীদিনের আন্দোলনের রূপরেখা তৈরি করার জন্যই এদিনের বৈঠক।