হাইলাকান্দি (অসম) ২৫ আগস্ট (হি.স.) : হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে আগামী ১ নভেম্বর থেকে জেলা বিভিন্ন স্থানে খেল মহারণ নামক খেলাধুলার কর্মসূচি আয়োজন করা হবে। জেলায় খেল মহারণ আয়োজনের প্রস্তুতি নিতে শুক্রবার হাইলাকান্দিতে প্রশাসনের উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত উপায়ুক্ত অ্যালডার্ড ফারহীন এর পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় জানানো হয় যে, মোট চারটি ইভেন্টে এই ফেল মহারণ অনুষ্ঠিত হবে। এগুলি হলো ফুটবল, কাবাডি, ভলিবল এবং খো-খো খেলা।
সভায় জানানো হয় যে, আগামী ১ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত জেলার সব গাও পঞ্চায়েত এবং পুরসভা গুলিতে এই খেল মহারণ অনুষ্ঠিত হবে। এজন্য গাঁও পঞ্চায়েতগুলিকে দায়িত্ব দেওয়া হয়েছে। এরপর বিধানসভা চক্র ভিত্তিক খেলাধুলার জন্য ১৬ নভেম্বর থেকে ২৬ নম্বর পর্যন্ত প্রস্তুতি নেওয়া হবে। ২৭ নভেম্বর বিধানসভা চক্র ভিত্তিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এরপর ১২ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত জেলা পর্যায়ের প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নেওয়া হবে। ১৯ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত জেলা পর্যায়ের প্রতিযোগিতা আয়োজন করা হবে। ২৬ ডিসেম্বর থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত রাজ্যভিত্তিক প্রতিযোগিতার জন্য প্রস্তুতি চলবে। ৬ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত রাজ্যপর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য জেলায় এই খেল মহারণ অনুষ্ঠান আয়োজনের জন্য জেলা পর্যায়ের এক কমিটি গঠন করা হয়েছে । সদস্য বিশিষ্ট এই কমিটির চেয়ারম্যান থাকছেন জেলা আয়ুক্ত এবং সদস্য সচিব থাকছেন ডিস্ট্রিক্ট স্পোর্টস অফিসার।