আগরতলা, ২৫ আগস্ট।। নেশা বিরোধী অভিযানে একের পর এক সাফল্য পাচ্ছে রাজনগর পিআরবাড়ি থানার পুলিশ। গতকাল গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও ২০০ নং ব্যাটেলিয়ানের সীমান্ত সুরক্ষা বাহিনী যৌথভাবে অভিযানে নেমে এক বাড়িতে তল্লাশি চালিয়ে ৭০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে। সাথে বাড়ির মালিককে ও আটক করা হয়েছে।
রাজনগর পিআরবাড়ি থানার ওসি রতন রবি দাস জানিয়েছেন,গোপন সংবাদের ভিত্তিতে থানায় খবর আসে রাজনগর ব্লকের কমলাপুরের ইন্দিরানগর গ্ৰামের বাসিন্দা দীপক দাসের বাড়িতে বিপুল পরিমাণ নেশা সামগ্রী মজুত রয়েছে। সেই মোতাবেক গতকাল গভীর রাতে বিএসএফ জিব্রাঞ্চের ইন্সপেক্টর জি এন মধু, ইন্সপেক্টর সন্তরাম ও পিআরবাড়ি থানার ওসি তথা ইন্সপেক্টর রতন রবি দাসের নেতৃত্বে পুলিশ ও বিএসএফ যৌথভাবে দীপক দাসের বাড়িতে অভিযান চালায়। বাড়িতে তল্লাশি চালিয়ে ৭০ কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে পুলিশ। সাথে দীপক দাসকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ অভিযুক্ত নেশাকারবারি দীপক দাসের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা দায়ের করেন। শুক্রবার দুপুরে পুলিশ রিমান্ড চেয়ে বিলোনিয়া আদালতে সোপর্দ করা হয়।
2023-08-25