আগরতলা, ২৫ আগস্ট: হাতির তাণ্ডবে অতিষ্ঠ হয়ে উঠেছে তেলিয়ামুড়া থানাধীন কৃষ্ণপুর জুমবাড়ি এলাকায় গ্রামবাসীরা। আবারো বন্যহাতির তান্ডবে ওই এলাকার জনৈক কৃষক গুরতর আহত হয়েছেন।বর্তমানে ওই কৃষক তেলিয়ামুড়া হাসপাতালে চিকিৎসাধীনে আছেন।
জানা যায়, তেলিয়ামুড়া থানাধীন কৃষ্ণপুর জুমবাড়ি এলাকায় প্রতিদিন বন্য হাতির তান্ডব সহ্য করতে হচ্ছেন গ্রামবাসীদের।দিন দিন ওই এলাকায় বন্য হাতির উপদ্রব বৃদ্ধি পেয়েই যাচ্ছে।গতকাল গভীর রাতে বন্য হাতির তান্ডবে গুরুতর আহত হয়েছে ওই এলাকার বাসিন্দা নিরঞ্জন বিশ্বাস (৫৩)।প্রাত:ভ্রমণে বেরিয়ে গ্রামবাসীরা জুমবাড়ি এলাকার এক কৃষি জমির পাশে রক্তাক্ত অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখে তেলিয়ামুড়ার দমকলবাহিনীকে খবর পাঠিয়েছেন।দমকলকর্মীরা আহত নিরঞ্জন বিশ্বাসকে উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যান।বর্তমানে ওই কৃষক হাসপাতালে চিকিৎসাধীনে আছেন।