আগরতলা , ২৪ আগস্ট : রাজ্যে বাজারগুলিতে পেঁয়াজের দাম লাগামহীন।তাই আজ পেঁয়াজের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রনে অভিযানে নেমেছে সদর মহকুমা শাসক ও খাদ্য দপ্তর।এদিন রাজ্যের বটতলা বাজার সহ দূর্গা চৌমুহনী ও লেক চৌমুহনী বাজারে অভিযান চালিয়েছে সদর মহকুমা শাসক ও খাদ্য দপ্তর।
এদিন বাজারে মূলত পেঁয়াজের দোকানগুলিতে অভিযান চালানো হয়েছে।অভিযানে নেমে বেশ কিছু দোকানে অনিয়ম লক্ষ্য করা যায়। সেই দোকান মালিকদের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে নোটিশ জারি করা হবে বলে জানান জনৈক খাদ্য দপ্তরের অধিকারীর।পাশাপাশি এদিন বাজারের একজন ব্যবসায়ী প্রতিকেজি পেঁয়াজে ৪০ টাকার জায়গায় ৫০ টাকা দরে বিক্রি করার ওই দোকান সিল করে দেওয়া হয়েছে বলে জানা যায়।