নয়াদিল্লি, ২৪ আগস্ট (হি.স.): কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ির দেওয়া হাইড্রোজেন গাড়ি চড়লেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব। বৃহস্পতিবার দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ির দেওয়া হাইড্রোজেন গাড়ি সম্পর্কে বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব বলেছেন, “এটি একটি হাইড্রোজেন গাড়ি, কেন্দ্রীয় মন্ত্রী নীতিন আমাকে এটি চেষ্টা করতে বলেছেন।”
কেন্দ্রীয় মন্ত্রীকে এদিন প্রশংসায় ভরিয়ে দিয়েছেন আরজেডি নেতা তেজস্বী যাদব। তিনি বলেছেন, “আমি মনে করি নীতিন গড়করি উন্নয়নের বিষয়ে খুবই ইতিবাচক। আমরা বিহারে গত ১১-১২ বছর ধরে আটকে থাকা প্রকল্পগুলির গতি বাড়ানোর কথা বলেছিলাম। সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি ছিল বিহারে কোনও এক্সপ্রেসওয়ে নেই। আমরা একটি এক্সপ্রেসওয়ে দাবি করেছি। তিনি এসবের জন্য ইতিবাচক বলে মনে হচ্ছে।”
ভারতের চন্দ্রযান-৩ মিশন প্রসঙ্গে তেজস্বী যাদব বলেছেন, “এতে শুধুমাত্র বিজ্ঞানীদের অবদান রয়েছে এবং আমরা তাদের ধন্যবাদ জানাই। তারা দেশের সবচেয়ে নামকরা মানুষ। ভারতের নাম উন্নীত করার জন্য আমি তাদের স্যালুট জানাই।”