১৮ সেপ্টেম্বর পঞ্চায়েত মামলার চূড়ান্ত শুনানি

কলকাতা, ২৪ আগস্ট (হি. স.) : পঞ্চায়েত ভোট মামলার চূড়ান্ত শুনানি হবেআগামী ১৮ সেপ্টেম্বর। বৃহস্পতিবার শুনানির জন্য নির্দিষ্ট ছিল এ ব্যাপারে ২৬টি মামলা। তার মধ্যে থেকে চারটি মামলাকে নির্দিষ্ট করে দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আগামী ১৮ সেপ্টেম্বর মূলত এই চারটি মামলার আইনি বিষয় নিয়ে শুনানি হবে।

পঞ্চায়েত ভোটে রাজ্যের বিভিন্ন অঞ্চলে আইনশৃঙ্খলার অবনতি হয়। কোথাও কোথাও তা মাত্রা ছাড়িয়ে যায়। বেশ ক’জন হতাহত হন বলেও খবর। এর পর ব্যালটপেপার উদ্ধার নিয়েও অশান্তির অভিযোগ আসে বিস্তর। ফলে আদালতে অনেকেই সুবিচার চেয়েছেন। প্রধান বিচারপতির নির্দেশ, অভিযোগের প্রতিটি বিষয় নির্বাচনী আইনের দিক থেকে গ্রহণযোগ্য কি না, তা ব্যাখ্যা করতে হবে। ডিভিশন বেঞ্চ আরও জানিয়েছে, মূল মামলাগুলির সঙ্গে ১৮ সেপ্টেম্বর আদালত অবমাননা সংক্রান্ত মামলাগুলিরও শুনানি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *