আগরতলা, ২৪ আগস্ট ৷৷ কাঞ্চনজঙ্ঘা ট্রেন থেকে উদ্ধার বিপুল পরিমান নেশা জাতীয় কফ সিরাপ। ঘটনার বিবরণে আগরতলা জি আর পি থানার অফিসার ইন চার্জ সনজিত সেন জানান, গোপন খবর ছিল বুধবার কাঞ্চনজঙ্ঘা ট্রেনটি এসেছে আগরতলায় তার মধ্যে বিপুল পরিমান নেশা জাতীয় কফসিরাপ রয়েছে। সেই খবরের ভিত্তিতে বৃহস্পতিবার কাঞ্চনজঙ্ঘা ট্রেনে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশিতে ট্রেনের পার্সেল ভ্যান থেকে ৫ প্যাকেটে ৭৮৮ বোতল এসকফ কফ সিরাপ উদ্ধার করা হয়েছে। পুলিশ আরও জানিয়েছেন গৌতম দাস নামে এক ব্যক্তি এই পাচার কাজে সরাসরি যুক্ত ছিল। সে সহ মোট তিনজনকে আটক করেছে পুলিশ।