ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে টি টি এ এ ডি সি প্রতিষ্ঠা দিবস উদযাপন

আগরতলা , ২৩ আগস্ট : আজ যথাযোগ্য মর্যাদায় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে টি টি এ এ ডি সি প্রতিষ্ঠা দিবস পালন করা হয়েছে।এদিন উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধাজানিয়েছেন তিনি।
তিনি বলেন , ১৯৮৪ সালে ২৩শে আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভারতবর্ষের সংসদে সংবিধান সংশোধন করে চারটি রাজ্যের জন্য ষষ্ঠ তপশিলি আইন গঠন করেন।এবং এই সংশোধনীর মাধ্যমে টি টি এ এ ডি সি গঠন হয়। তারপর রাজ্যবাসী এই দিনটিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে ধরে নিয়ে ইন্দিরা গান্ধীর প্রতিবছর ২৩ আগস্ট শ্রদ্ধা নিবেদন করে আসছে।

তার কোথায় ,শাসক দল রাজ্যে এবং দেশে এক অগণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করে চলেছে এবং দেশের বৃহৎ অংশের জনজাতিদের প্রতি অন্যায় অবিচার বঞ্চনা অত্যাচার নির্যাতন নামিয়ে আনছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *