ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ আগস্ট।।প্রথম ম্যাচ। টেনশনে মাঠের মধ্যেই চলে গেলেন ত্রিবেণীর কোচ রাজু লামা। ম্যাচ চলাকালীন আচমকা তার মাঠে প্রবেশকে ঘিরে উঠলো একাধিক প্রশ্ন। অবশেষে জয়ী হলো ত্রিবেণী সংঘ। হাফ ছেড়ে বাঁচলেন রাজু লামা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তার মাঠে প্রবেশের বিষয়টি নিয়ে বললেন, টেনশনে তিনি এরকম করে ফেলেছেন। তবে যেটা করেছেন তা কিন্তু মোটেও ঠিক হয়নি বলে আফসোস করলেন রাজু লামা। দল নিয়ে জানতে চাওয়া হলে বললেন, চার পাচঁদিনের প্র্যাকটিসে মাঠে নামলো ফুটবলাররা। কিছুটা জড়তা রয়েছে। যা আগামী দিনে কাটিয়ে উঠা যাবে। তবে গোল ব্যবধান আরো বাড়তে পারতো বলেই দাবি করলেন তিনি। এদিকে জুয়েলস এসোসিয়েশনের কোচ আবু তাহের বললেন, রাখালের একটা ম্যাচ খেলার পর আবার এ ডিভিশনে নামলো দল। সময়টা অনেক। তাই ফুটবলারদের মধ্যে জড়তা কিছুটা রয়েছে। তবে আরো ম্যাচ আছে,সেগুলোতে কাম ব্যাক করার চেষ্টা করবে দল।
2023-08-23

