বিভিন্ন শ্রমিক সংগঠন ও অটো চালকদের নিয়ে বৈঠক পর্যটন মন্ত্রীর

আগরতলা, ২৩ আগস্ট ,:এমবিবি বিমানবন্দরে আসা রাজ্যের এবং বহিঃরাজ্যে যাত্রীদের বিভিন্ন সময়ে কতিপয় অটো চালকদের হাতে হেনস্থার শিকার হতে হচ্ছে ,এমনই অভিযোগ উঠে আসছে বিভিন্ন মহল থেকে।সেই অভিযোগের ভিত্তিতে আজ আগরতলা বিমানবন্দরের পুরনো যাত্রী টার্মিনাল ভবনের কনফারেন্স হল ঘরে প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে বিভিন্ন শ্রমিক সংগঠন ও অটো চালকদের প্রতিনিধিদের নিয়ে বৈঠকে মিলিত হয়েছেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

এদিন তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন,এধরণের ঘটনা খুবই অনাকাঙ্ক্ষিত এবং দুর্ভাগ্যপূর্ণ।যেটা কোনভাবেই কাঙ্খিত নয় এবং সরকার এধরণের ঘটনাকে কোনোভাবেই বরদাস্ত করবো না।তাছাড়া, বিমানবন্দরে যাত্রী পরিবহনের সাথে যুক্ত সংশ্লিষ্ট সকলকে ত্রিপুরা রাজ্যের সুনাম কোনোভাবেই ক্ষুন্ন না করতে আবেদন জানিয়েছেন।

তিনি কড়া হঁশিয়ারি দিয়ে বলেন ,আগামী দিনে ঘটনার পুনরাবৃত্তি ঘটলে প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *