ভোপাল, ২৩ আগস্ট (হি.স.): ভারতের স্বপ্নের চন্দ্রযান-৩ মিশনের সাফল্য কামনা করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। চন্দ্রযান-৩ মিশনের সঙ্গে যুক্ত সমস্ত বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন তিনি। একইসঙ্গে বলেছেন, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে দেশ অনেক কিছু অর্জন করেছে।
বুধবার সন্ধ্যায় চাঁদের মাটি স্পর্শ করবে চন্দ্রযান-৩ মিশনের ল্যান্ডার বিক্রম। এই মিশনের সাফল্য কামনা করে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বুধবার সকালে বলেছেন, “দেশ গর্বিত। আমি হৃদয় থেকে সমস্ত বিজ্ঞানীদের অভিনন্দন জানাতে চাই। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে দেশ অনেক কিছু অর্জন করেছে।”