আগরতলা ,২৩ আগস্ট : উপ নির্বাচনকে কেন্দ্র করে ধনপুর কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী বিন্দু দেবনাথের সমর্থনে কাঠালিয়ার কালীকৃষ্ণ নগর এলাকাশ বাড়ি বাড়ি ভোট প্রচারে গিয়েছেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা।
এদিন ভোট প্রচারে বের হয়ে সাংবাদিকের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন, এই এলাকা থেকে দুই হাত তুলে মানুষ আর্শীবাদ দিচ্ছে।সাথে তিনি দৃঢ় প্রত্যয়ের সুরে বলেন,মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করা যাচ্ছে তাতে স্পষ্ট যে এবারের উপনির্বাচনে এই কেন্দ্রে ভারতীয় জনতা পাটি বিপুল ভোটে নিশ্চিত জয়ী হবেন।
ভোটারদের বক্তব্য, সমস্ত দিক বিবেচনা করে ভোট বাক্সে মত প্রকাশ করা হবে।এদিকে, আজ বিজেপি প্রার্থীর ভোট প্রচারে দলীয় সমর্থকরা বিপুল সংখ্যায় উপস্থিত ছিলেন।