কলকাতা, ২৩ আগস্ট (হি. স.) : হাইকোর্টে আবেদন করে অভিযানের অনুমতি বিজেওয়াইএম-এর বুধবার ভারতীয় জনতা যুব মোর্চার (বিজেওয়াইএম) রাজ্য সভাপতি ডঃ ইন্দ্রনীল খান সংবাদমাধ্যমে জানান, “মাননীয় কলকাতা হাইকোর্টের আদেশ অনুসারে ভারতীয় জনতা যুব মোর্চাকে শুক্রবার ২৫ আগস্ট, ২০২৩ তারিখে দুপুর আড়াইটে থেকে যাদবপুর বাঁচাও সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে।”
প্রসঙ্গত, গত শুক্রবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে বিজেপি যুব মোর্চার ধর্না মঞ্চ খুলে ফেলে পুলিস। এই ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ দেখায় বিজেপি যুব মোর্চা। বিক্ষোভে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে মোর্চা কর্মীরা। প্রতিবাদে মঞ্চের সামনেই অবস্থান বিক্ষোভ বসে পড়েন তাঁরা। অভিযোগ, অনুমতি দেওয়ার পরেও মঞ্চ খুলে নিচ্ছে পুলিশ। এদিকে, পুলিশের বক্তব্য, তাঁদের তরফে কোনও অনুমতিই দেওয়া হয়নি। উল্লেখ্য, বৃহস্পতিবারই ওই মঞ্চে শুভেন্দু অধিকারীর ভাষণকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। তাঁর সঙ্গে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানদের সঙ্গে পড়ুয়াদের সংঘর্ষ বাঁধে। এ ঘটনায় কিছু বিজেপির যুব মোর্চা কর্মীকে আটক করা হয়েছে বলেই সূত্রের খবর।