BRAKING NEWS

জিরানিয়ায় আইন শৃঙ্খলার ব্যাপক অবনতিঃ রতন দাস

আগরতলা, ২২ আগস্ট।। জিরানিয়ায় আইনের শাসনের ব্যাপক অবনতি। বারবার পুলিশের দ্বারস্থ হয়েও কোনো সুরাহা মিলছে না। বিজেপি বিরোধী কণ্ঠকে স্তব্ধ করতেই উঠে পড়ে লেগেছে সেখানকার সরকার ঘনিষ্ঠ একাংশ। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে এমনই অভিযোগ করলেন সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস।

তিনি এদিন সাংবাদিক সম্মেলন করে বলেন, বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও জিরানিয়ায় আইন শৃঙ্খলার কোনো উন্নতি করা সম্ভব হয়নি। জিরানিয়া সেই একই তিমিরে রয়েছে।  তিনি অভিযোগ করে বলেন, যদি বিজেপি বিরোধী কোনো কণ্ঠ সেখানে থাকে তাকে স্তব্ধ করার চেষ্টা করা হয়। উনার কথায়, বাইক বাহিনীর কথা মত না চললে ওই এলাকায় থাকতে দেওয়া হয় না। এই বাইক বাহিনীর সদস্যরা বিধায়ক, মন্ত্রীর নিকট জন বলে গুরুতর অভিযোগ তুলেন রতন দাস। গত পাঁচ বছরে সিপিআইএম কর্মীদের কিডন্যাপ সহ বাড়ি ঘরে আগুন দেওয়া হয়েছে এমনকি বিজেপি ছাড়া বাকি অন্যান্য দলের উপরেও একইভাবে এই হামলা হুজ্জতির ঘটনা চলছে বলে অভিযোগ করেন তিনি। বার বার মামলা করা হলেও কোনো গ্রেপ্তারের খবর নেই বলে অভিযোগ করেন তিনি। এমনকি এলাকার বিধায়ক ঘনিষ্ঠ গৌতম পাল নামে এক ব্যক্তি এই হামলা হুজ্জতির ঘটনায় নেতৃত্ব দিচ্ছে বলে অভিযোগ করেন রতন দাস। আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে ওই এলাকায় গৌতম পালের নেতৃত্বে চাঁদার নাম করে টাকা লুট করার চেষ্টা করা হচ্ছে বলে এদিনের সাংবাদিক সম্মেলনে গুরুতর অভিযোগ তুলেন সম্পাদক রতন দাস। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *