আগরতলা , ২২ আগস্ট : নিয়মিত বেতনের দাবিতে শান্তিরবাজার জেলা হাসপাতালে সাফাই কর্মীরা কর্মবিরতি পালন করেছেন।অনির্দিষ্ট কালের জন্য কর্ম বিরতিতে সামিল হয়েছেন তাঁরা।
তাঁদের অভিযোগ ,শান্তিরবাজার জেলা হাসপাতালে কর্মরত সাফাই কর্মীরা প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে হাসপাতালকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেও নির্দষ্ট সময়ে তাঁদের পারিশ্রমিক টাকা মিটিয়ে দেওয়া হয়না।উনারা কাজে নিযুক্ত হবার পর থেকে কোম্পানির লোকজনেরাতাঁদের সঙ্গে দেখা পর্যন্ত করেন নি। এতে করে তাঁরা কার অধীনে কাজ করছেন তাও সঠিকভাবে স্পষ্ট কিছু বলতে পারছেননা। তাঁদের দাবি ,ঠিক সময়ে সঠিক বেতন প্রদান করতে হবে।
2023-08-22

