নাগপুর, ২২ আগস্ট (হি.স.): বিরোধীদের ‘ইন্ডিয়া’ জোট নিয়ে মোটেও চিন্তিত নন কেন্দ্রীয় মন্ত্রী ও রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট রামদাস আটওয়ালে। তাঁর মতে, ২০২৪-এর লোকসভা নির্বাচনে এনডিএ জিতবে এবং ৩৫০-এর বেশি আসনে জিতবে এনডিএ। মঙ্গলবার সকালে মহারাষ্ট্রের নাগপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রামদাস আটওয়ালে বলেছেন, “প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে হবেন তা নিয়ে তাঁদের মধ্যে (ইন্ডিয়া জোট) দ্বন্দ্ব রয়েছে। প্রতিটি দলের (ইন্ডিয়া জোটের) নেতা প্রধানমন্ত্রী পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন।”
এরপরই রামদাস আটওয়ালে যোগ করেছেন, “আমাদের কোনও চিন্তা নেই। বিরোধীরা যতই চেষ্টা করুক না কেন, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্ব এতটাই শক্তিশালী যে ২০২৪-এ জনগণ আমাদের সঙ্গে আছে। আমরা ৩৫০টিরও বেশি আসন জিতব।”

