জম্মু, ২২ আগস্ট (হি.স) : জম্মু থেকে অমরনাথ যাত্রার উদ্দেশে ৯০৩ তীর্থযাত্রীর পঞ্চম ব্যাচ মঙ্গলবার রওনা হয়েছে। পুঞ্চ-ভিত্তিক অমরনাথ যাত্রার পঞ্চম ব্যাচ মঙ্গলবার জম্মুর ভগবতী নগর বেস ক্যাম্প থেকে রওনা দেয়। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে এই যাত্রা শুরু হয় বলে সূত্রের তরফে জানা গিয়েছে। মোট ৯০৩ জন তীর্থযাত্রী ভগবতী নগর বেস ক্যাম্প থেকে ২০টি গাড়িতে করে এদিন সকালে পুঞ্চের উদ্দেশ্যে রওনা হয়। তীর্থযাত্রীদের মধ্যে ৬২৮ জন পুরুষ, ২৭০ জন মহিলা এবং ৫ জন শিশু রয়েছে।
অমরনাথের এই মন্দিরটি জম্মু বিভাগের প্রাচীনতম মন্দিরগুলির মধ্যে একটি। অমরনাথের এই যাত্রা ছড়ি মোবারকের আগমনের মাধ্যমে শেষ হয়। পুঞ্চের এই তীর্থস্থানটি পুলসাতা নদীর তীরে অবস্থিত। এই নদীটিকে পবিত্র বলে মনে করা হয় এবং ভক্তরা মন্দিরে প্রবেশের আগে এই নদীতে স্নান করেন। ১১ দিন ধরে চলা এই যাত্রায় জম্মু ও কাশ্মীর ছাড়াও বাইরের রাজ্য থেকেও ভক্তরা ভগবান শিবের দর্শন পেতে আসেন বলে জানা গিয়েছে।