নারীদের স্বার্থ সংশ্লিষ্ট ৯ দফা দাবিতে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি ত্রিপুরা রাজ্য কমিটির মিছিল অনুষ্ঠিত রাজধানীতে  

আগরতলা, ২২ আগস্ট।।  নারীদের স্বার্থ সংশ্লিষ্ট ৯ দফা দাবিতে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে এক সুবিশাল মিছিলের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির সাধারণ সম্পাদিকা মরিয়ম ধাওয়ালে সহ গণতান্ত্রিক নারী সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।
সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির সাধারণ সম্পাদিকা মরিয়ম ধাওয়াল জানান, দেশে এবং রাজ্যে একটা ঝুমলা বাজ সরকার চলছে। এই সরকার দেশ থেকে হটাতে হবে, নাহলে মানুষ তার অধিকার ফিরে পাবে না। তিনি বলেন এই সরকারের আমলে মানুষের রোজগার কমেছে। রেগা কাজ নেই, রান্নার গ্যাসের সিলিন্ডারের মূল্য বেড়েছে এবং মহিলারা সুরক্ষিত নয়। এবং যতগুলি মহিলা সংক্রান্ত ঘটনা রাজ্যে এবং দেশে সংঘটিত হচ্ছে সবগুলিতে দোষীদের প্রশ্রয় দিচ্ছে বিজেপি নেতৃত্বাধীন সরকার। এবং গত কয়েক বছরে এই সরকার দেশের সংবিধানকে পর্যন্ত চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। সর্বভারতীয় নেত্রী আরো বলেন আরএসএস স্বাধীনতা সংগ্রামের আগে যেমন স্বাধীনতা সংগ্রামের বিরোধিতা করেছিল তেমনি বর্তমানে তাদের নেতৃত্বাধীন সরকার ষড়যন্ত্রে উঠে পড়ে লেগেছে বলে দাবী করেন তিনি। এদিন মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলে উপস্থিত ছিলেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির রাজ্যস্তরের নেতৃত্ব রমা দাস সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *