ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ আগস্ট।।দুরন্ত ম্যাচ। শেষ পর্যন্ত জয় পেলো গাবাঢেপা এফ সি। পরাজিত করলো নর্থ তাইচামা-কে। শ্যামল মজুমদার স্মৃতি প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতায়। খেলা হচ্ছে বড়পাথরি স্কুল মাঠে। সোমবার বিকেলে আসরের উত্তেজনাপূর্ণ ম্যাচে গাবাঢেপা এফ সি দল নূণ্যতম গোলে জয়লাভ করে। বিজয়ী দলের পক্ষে বানীজয় রিয়াং জয়সূচক একমাত্র গোলটি করেন। তবে ব্যবধান বাড়ানোর মতো দু-দলই বেশ কয়েকটি সুযোগ পেয়েছিলো। কিন্তু দলের আক্রমণভাগের ফুটবলারদের ব্যর্থতায় একবারের বেশী জাল নাড়াতে পারেনি।খেলা পরিচালনা করেন অসীম বৈদ্য। এবছর আসরে বিলোনিয়া, উদয়পুর, শান্তিরবাজার, সোনামুড়া এবং সাব্রুম মহকুমার ২৬ টি দল অংশগ্রহণ করে। আসরের চ্যাম্পিয়ন ও রানার্স দল সুদৃশ্য ট্রফি সহ প্রাইজমানি বাবদ পাবে যথাক্রমে ৫৫ এবং ৩০ হাজার টাকা।
2023-08-21