বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে খাদ্য দপ্তরের বৈঠক

আগরতলা , ২১ আগস্ট : রাজ্যের বিভিন্ন বাজারে দ্রব্যমূল্য কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় সেই লক্ষে আজ মহারাজগঞ্জ বাজারে সদর মহকুমা শাসক অরূপ দেবের পৌরহিত্যে ব্যবসায়ি সমিতি ও খাদ্য দপ্তরের কর্মীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সদর মহাকুমার শাসক জানান, পেঁয়াজের দাম সামান্য বেশি। মূল্য কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় সে জন্য বিষয়টি আলোচনা করে দেখা হচ্ছে। পাশাপাশি ব্যবসায়ীদের কি ধরনের সমস্যায় পড়তে হচ্ছে সে বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানান সদর মহকুমা শাসক অরূপ দেব। এখন দেখার বিষয় বাজারে কাঁচামালের মূল্য কতটা সাধারণ মানুষের নিয়ন্ত্রণে আসে।