ওয়াশিংটন, ২১ আগস্ট (হি. স.) : প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার মিলওয়াকিতে (উইসকনসিন) অনুষ্ঠিত হতে চলা প্রথম রিপাবলিকান প্রেসিডেন্ট বিতর্কে অংশ নেবেন না।
ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া অ্যাপ ট্রুথ সোশ্যাল-এ বলেছেন, ‘জনগণ জানে আমি কে এবং কতটা সফল প্রেসিডেন্সি ছিল আমার। তাই আমি কোনও বিতর্কে অংশ নেব না।’
তাঁর দাবি, তিনি ইতোমধ্যেই সুপরিচিত নেতা এবং জনমত সমীক্ষায় দলের অন্যান্য প্রার্থীদের তুলনায় এগিয়েও রয়েছেন। এক সমীক্ষা দেখা গেছে, ৬২ শতাংশ মানুষ তাকে পছন্দ করেছেন। ট্রাম্প লিখেছেন- জনগণ জানে আমি কে। আমার সভাপতিত্ব কতটা সফল ছিল।