আগরতলা , ২১ আগস্ট : গতকাল গভীর রাতে বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ে হাত সাফাই করল চোরের দল।চোরের দল হানা দিয়ে বিদ্যালয় পরিদর্শক কার্যালয় থেকে লক্ষ টাকার সামগ্রী নিয়ে যায় চুরের দল।ঘটনাটি প্রকাশ্যে আসতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
জানা যায়, খোয়াই অফিসটিলা খোয়াই জেলা পুলিশ কার্যালয়ের ঢিলছুড়া দূরত্বে থাকা বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ে চোরের দোল হানা দেয়।চোরের দল বিদ্যালয় পরিদর্শকের স্টোরে থাকা চারটি কম্পিউটার, চারটি টাইপ মেশিন এবং দশটি সিলিং ফ্যান সহ ২০০ কেজি রড নিয়ে যায় চোরের দল। যার বাজার মূল্য লক্ষাধিক টাকারও বেশি বলে জানা যায়।আজ সকালে স্টোর কিপার অফিসে এসে দেখতে পায় স্টোরের দরজা ভাঙ্গা। স্টোরের মধ্যে থাকা সামগ্রী নেই। সাথে সাথেই এই বিষয় নিয়ে খোয়াই থানায় অভিযোগ জানানো হয়েছে।

