(আপডেট) ভোপালে গরীব কল্যাণ অভিযানের রিপোর্ট কার্ড চালু করলেন অমিত শাহ

ভোপাল, ২০ আগস্ট (হি.স) : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রবিবার মধ্যপ্রদেশ সরকারের গরীব কল্যাণ মহা অভিযানের রিপোর্ট কার্ড চালু করতে ভোপালে পৌঁছলেন৷ সেখানে তিনি মধ্যপ্রদেশ সরকারের রিপোর্ট কার্ড প্রকাশ করেন ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এদিন কুশাভাউ ঠাকরে অডিটোরিয়ামে রাজ্য সরকারের ২০ বছরের গরিব কল্যাণ মহা অভিযানের রিপোর্ট কার্ড প্রকাশ করেন৷ ২০০৩ থেকে ২০২৩ সালের মোট ২০ বছরের রিপোর্ট কার্ড এটি ৷

অনুষ্ঠানে অমিত শাহ, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে অত্যন্ত পরিশ্রমী বলে উল্লেখ করে তাঁর বক্তব্য শুরু করেন। তিনি বলেন, আমরা একটি অসুস্থ রাজ্যকে দেশের সবচেয়ে উন্নত রাজ্যে রূপান্তর করার চেষ্টা করেছি।

অমিত শাহ আজ বিমানবাহিনীর বিমানে দুপুর ১২ টা ১৫ মিনিট নাগাদ রাজাভোজ বিমানবন্দরে পৌঁছন ৷ বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, রাজ্য বিজেপি সভাপতি ভিডি শর্মা এবং রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। অমিত শাহ বিমানবন্দর থেকে সরাসরি কুশভাউ ঠাকরে অডিটোরিয়ামে যান৷ সেখানে তিনি গরীব কল্যাণ মহাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টিভঙ্গি এবং মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের মিশন সম্পর্কিত মধ্যপ্রদেশের বিজেপি সরকারের ২০ বছরের রিপোর্ট কার্ড প্রকাশ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই বছরই স্বনির্ভর মধ্যপ্রদেশের ভিত রচিত হয়েছে। তিনি আরও বলেন, মধ্যপ্রদেশ ১৯৫৬ সালে গঠিত হয় ৷ তারপর থেকে ২০০৩ পর্যন্ত কংগ্রেস শাসন করেছিল। মধ্যপ্রদেশকে অসুস্থ রাজ্যে পরিণত করা হয় ৫৩ বছরে। অমৃতকালের আসন্ন সময় মধ্যপ্রদেশের জন্য অনন্য প্রমাণিত হবে। প্রতিটি ক্ষেত্রেই এগিয়ে চলেছে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের সমস্ত অঞ্চলে উন্নয়ন হয়েছে ৷

মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, একটা সময় ছিল যখন মধ্যপ্রদেশকে অসুস্থ(বিমারু) রাজ্য বলা হত। ডবল ইঞ্জিন সরকার উন্নয়নের রেকর্ড সৃষ্টি করেছে। প্রধানমন্ত্রী মোদীর নির্দেশে মধ্যপ্রদেশের উন্নয়ন ২০১৪ সাল থেকে হয়েছে ৷ প্রধানমন্ত্রী সহযোগিতায় কোনও কসরত রাখেননি। নারীর ক্ষমতায়নে অভূতপূর্ব কাজ হয়েছে।

গরিব কল্যাণ মহা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে ২০ বছরের অর্জনের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দেখানো হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের নেতৃত্বে মধ্যপ্রদেশে যে উন্নয়ন হয়েছে তার তথ্য দেওয়া হয়েছে এই ছবির মাধ্যমে ।