ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ আগস্ট।। ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সভাপতি তথা রাজ্যের ভেটারেন সাংবাদিক সরযূ চক্রবর্তীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় ক্লাবের পক্ষ থেকে ভীষণভাবে উষ্মা প্রকাশ করা হচ্ছে। দায়িত্বপ্রাপ্ত পুলিশ প্রশাসনকে অতি দ্রুত চুরির সাথে জড়িতদের গ্রেফতার করে আইন অনুসারে ব্যবস্থা নিতে এবং চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা নিতে ক্লাবের পক্ষ থেকে অনুরোধ জানানো হচ্ছে। টিএসজেসি-র পক্ষ থেকে সচিব সুপ্রভাত দেবনাথ এক বিবৃতিতে এ বিষয়ে উষ্মা প্রকাশ করে পুলিশ প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিয়েছে বলে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি চুরির সাথে জড়িতদের গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নিতে দাবি জানানো হয়েছে।
2023-08-20

